Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৫

ঘোড়া দিলেন অসহায় ছয় পরিবারকে

 ঘোড়া দিলেন অসহায় ছয় পরিবারকে

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

চরাঞ্চলের নিন্ম আয়ের মানুষ জনের এখন অর্থ রোজগারের একমাত্র সহজ পথ হচ্ছে ঘোড়ার গাড়ি। গোটা বছরে  চরে কমবেশি ঘোড়ার গাড়ি ব্যবহার করে চরে অর্থ উপার্জন করা যায়। একটি ঘোড়াসহ গাড়ি তৈরি করতে প্রায় ৮০ হতে ১ লাখ টাকা লাগে। সে কারনে অনেকের পক্ষে ঘোড়ার গাড়ি সাজানো অত্যন্ত দূরহ ব্যাপার। 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের অসহায় ছয়টি পরিবারকে স্বালম্বী করার রক্ষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী ছয়টি ঘোড়া প্রদান করেছেন। ঘোড়ার গাড়ি সাজিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থ উপার্জনের লক্ষে শনিবার উপজেলার হরিপুর ইউনিয়নের কানিচরিতা বাড়ি গ্রামের ফারুক মিয়া, আলম মিয়া ও কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের লাল মিয়া, মোজা মিয়, উজান বুড়াইল গ্রামের আব্দুর রাজ্জাক,  ও ভাটি বোচাগাড়ি গ্রামের নুরুল আলমকে ব্যতিক্রমর্ধী অনুদান ঘোড়া প্রদান করেন আওয়ামীলীগ সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজু মিয়া, ইউনিয়ন আয়োমীলীগ সভাপতি মমিনুল ইসলাম, উপজেলা মহিলা যুবলীগ সভাপতি আল্পনা রানী গোষ্মামী, শ্রমিকলীগ সভাপতি গনেশ শীল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

কাপাসিয়া ইউনিয়নের অসহায় মোজা মিয়া জানান, তিস্তার কড়াল গ্রাসে তার বসতবাড়ি ৬ হতে ৮বার নদী ভাঙনের শিকার হয়েছে। ইতিপূর্বে একটি ঘোড়া গাড়ি ছিল। সেই গাড়ি দিয়ে রোজগার করে সংসার চালাতো। অভাবের তাড়নায় ঘাড়াসহ গাড়ি বিক্রি করেছে। বিষয়টি তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীকে জানান। তারাই ঘোড়ার ব্যবস্থা করে দেয়। তিনি ঘোড়া পেয়ে খুশি।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী জানান, চরের মানুষের দুঃখ ও কষ্ট দুর করতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রোজগার করে সংসার চালানোর জন্য ছয়টি পরিবার প্রধানকে ঘোড়া প্রদান করা হয়। তারা ঘোড়ার গাড়ি সাজিয়ে রোজগার করবে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad