Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৩-২০২৪, সময়ঃ রাত ০৮:৪২

ঘুষ নেয়ার সময় দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী গ্রেফতার

ঘুষ নেয়ার সময় দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের  প্লট বরাদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ ৫০ হাজার টাকা ঘুষ গ্রহনের সময় উপসহকারী প্রকৌশলী মোর্শেদ আলমকে সময় হাতে নাতে গ্রেফতার করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে দিনাজপুর জেলা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কার্যালয় থেকে উপসহকারী প্রকৌশলী  মোর্শেদ আলমকে গ্রেফকার করে দুদক । 

এই মামলার তদন্ত কর্মকর্তা দিনাজপুর দুদক সহকারী পরিচালক ইসমাইল হোসেন গ্রেফতারের সংবাদ নিশ্চিত করে বলেন, দুদক সহকারী পরিচালক নুর আলম বাদি হয়ে মামলা দায়ের করেন।

আটক ব্যাক্তিকে সোমবার দিনাজপুর কোতয়ালী থানায় পুলিশের নিকট হেফাজতে রাখা হচ্ছে । মঙ্গলবার আদালতে প্রেরন করা হবে । অধীকদর জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে মুর্শেদ আলম বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। 

উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরে দিনাজপুর  দুদকের উপ পরিচালক মোয়াজ্জেম হোসেনের নির্দেশনায় সহকারী পরিচালক নূর আলমের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ে অভিযান পরিচালনা করে । 

দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী মোর্শেদ আলমকে প্লটের বানিজ্যিক অনুমোদনের জন্য ঘুষ বাবদ ১ লক্ষ ৫০ হাজার প্রদান করলে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান কালে তার অফিস কক্ষ হতে উদ্ধার করে । পরে ঘুষের টাকা ও রেকর্ডপত্র জব্দ পূর্বক সংগ্রহ করা হয় জেলা দুদক । 

দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিবাহী প্রকৌশলী  মঈনুল হক মোতাইদ জানান, দুদকরা মামলা দায়ের করার পর ঘুষ গ্রহনের অপরাধে আমাদের অফিসের সহকারী পরিচালক প্রকৌশলী সিভিল মোর্শেদ আলমকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমরা ঝামেলায় পড়ে গেছি বিষয় আমাদের অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানো হবে ।              

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad