গোবিন্দগঞ্জ ও মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
সিলেটে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল পর্যায়ের ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) বিকেলে সিলেট থেকে ফেরার সময় রংপুর বিভাগের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ সীমান্ত অংশে দুই শতাধিক মোটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে তাদের বরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান গোবিন্দগঞ্জের বিভিন্ন বয়সী শিক্ষার্থী, খেলোয়াড়, ক্রীড়ামোদী ও সুধীবৃন্দকে সাথে নিয়ে তাদের স্বাগত জানান।
এ সময় খেলোয়াড় দলের সাথে থাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দকে উপজেলাবাসীর পক্ষ থকে গলায় ফুলের মালা পড়িয়ে দেয়া হয়। ঢাক ঢোলের বাদ্যে আর উৎসুক মানুষের ভিড়ে সংবর্ধনাস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ, সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ সহ উপজেলার সর্বস্থরের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামে খুলনা-বরিশাল বিভাগের গোলাপ অঞ্চল চ্যাম্পিয়ন দল পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় দলকে ৩-০ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় রংপুর-রাজশাহী বিভাগের চাঁপা অঞ্চলের চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়।
পরে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।