গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো শহরের হাসপাতাল সড়কের সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার ও বাজার রোডের সুরাইয়া ডায়াগনিস্ট সেন্টার।
আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন শফিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই প্রতিষ্টান দুটি থেকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা আদায় করেন।
জানা গেছে, সিটি জেনারেল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ন ও এক্সেরে মেশিন পরিচালনার কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে এই প্রতিষ্ঠানের পরিচালককে বৈধ কাগজপত্র মঙ্গলবারের মধ্যে জমা দানের নির্দেশ দেন।
পরে গোলাপবাগ কাঁচা বাজার সংলগ্ন সুরাইয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে কাজপত্রের মেয়াদ উত্তীর্ন থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতিসহ ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও থানার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
স্মার্ট স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনার অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়্।