• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৫-২০২৪, সময়ঃ রাত ০৭:৪৮

গোবিন্দগঞ্জে সরকারিভাবে ধান-চাল ও গম কেনা শুরু

গোবিন্দগঞ্জে সরকারিভাবে ধান-চাল ও গম কেনা শুরু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারিভাবে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান, চাল ও গম কেনা শুরু হয়েছে।

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ আজ (বৃহস্পতিবার, ২৩ মে) দুপুরে উপজেলার গোলাপবাগ খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ উপলক্ষে গোলাপবাগ খাদ্য গুদাম চত্বরে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান,গোলাপবাগ খাদ্য গুদামের ওসিএলএসডি হাসনাত জামান,মহিমাগঞ্জ ওসিএলএসডি ইকবাল হোসেন, কামদিয়া ওসিএলএসডি আসাদুজ্জামান, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মুন্নু, কৃষক মানিক সাহাসহ অন্যরা। 

চলতি মৌসুমে উপজেলার ৩০০ কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে ২ হাজার ৯৯৭ মেট্রিক টন ধান, ১১ হাজার ৫৭০ মেট্রিকটন সিদ্ধ চাল, ৭০৬ মেট্রিকটন আতব চাল ও ১২২ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়