গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে আজ শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে শেষ হলো ৩দিনের জেলা ইজতেমা। ঈমান ও আমলের বয়ান শেষে আখেরী মোনাজাতে লাখো মানুষের কন্ঠে উচ্চারিত হলো আমিন আমিন। আজ বেলা ১১ টায় ইজতেমার মুরুব্বি মাওলানা হাফেজ অজিবুল্লাহ মোনাজাত পরিচালনা করেন।
গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের কাটা এলাকায় ৩ দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাতে ভারত, মালয়েশিয়া, শ্রীলংকা, মায়ানমার, সৌদি আরব, সিংগাপুর সহ দেশের বিভিন্ন জেলার প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন। ১৫ মিনিটের মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি সহ নিজের গুনা মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে হাজার হাজার নারী পুরুষের ঢলে ইজতেমা ময়দানে। বেলা ১১টা বাজতে বাজতে সে ময়দান জুড়ে লাখো মানুষের ঢলে পরিণত হয়।
আখেরী মোনাজাতের পর ঘরে ফেরা মানুষের ¯্রােত নামে গোবিন্দগঞ্জ- দিনাজপুর, গোবিন্দগঞ্জ- জয়পুর এবং ঢাকা-রংপুর মহাসড়কে।
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, একই আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু সহ গণ্যমান্য ব্যক্তিরা আখেরী মোনাজাতে অংশ গ্রহণ করেন।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ৩ দিনব্যাপী এই ইজতেমা শুরু হয়েছিল। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা জুড়ে ছিল আইনশৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তা।