গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জ পৌর সভার উদ্যোগে রমজানে দ্রব্যমূলের দাম না বাড়ানো এবং ইফতারসহ খাদ্যদ্রব্য ভেজাল মুক্ত পরিবেশে প্রস্তুত করতে ব্যবসায়ী ও রোস্তোরা মালিকদের সাথে মত বিনিময় অনুুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি'র সভাপতিত্বে সোমবার দুপুরে পৌর মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলতি রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যাতে বৃদ্ধি না পায় এবং হোটেল ও বেকারীর খাবারে যাতে ভেজালমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে তৈরী করা হয় এ বিষয়ে আলোচনা করা হয়। এসময় পৌর মেয়র রমজানে দ্রব্যমূল্য না বাড়াতে ব্যবসায়ী নেতাদের আহ্বান জানান।তিনি ভেজাল ও ক্ষতিকর রং মুক্ত পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী করতে রেস্তোরা এবং বেকারী মালিকদের প্রতি আহ্বান জানান।
ব্যবসায়ী নেতৃবৃন্দ রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দেন। আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন,উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মিলন কুমার গুণ, বিশিষ্ট্য ব্যবসায়ী বিমল সাহা বৈদ্য, পৌরসভার প্যানেল মেয়র শাহিন আকন্দ, প্যানেল মেয়র-২ রিমন তালুকদার,কাউন্সিল মোকলেছুর রহমান প্রধান, বীরমুক্তি যোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু, রেস্তোরা মালিক সমিতির সভাপতি তমাল হোসেন বিদ্যুৎ, পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক মামুনুর রশিদ, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির সহ পৌর কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।