গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিষ্টি খাওয়ানোর কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ করেছে মহসিন হোসেন বিজয় নামের এক বখাটে যুবক। ঘটনার ৬দিন পর গত বুধবার রাতে অভিযুক্ত বিজয়কে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার মামলা সুত্রে জানা গেছে গত রবিবার (২৬ শে জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার শাখাহার ইউনিয়নের দেওনালা গ্রামের আটো চালক বাবু মিয়ার চার বছরের শিশু কন্যাকে একই গ্রামের প্রতিবেশী মোস্তাফিজুর রহমানের ছেলে মহসিন হোসেন বিজয় মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে কেউ না থাকার সুযোগে শিশুটিকে জোড় পূর্ব্বক ধর্ষন করে।
শিশুটি কান্না শুরু করলে ধর্ষক বিজয় পালিয়ে যায়। পরে শিশুটির বাবা মা ও গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে অসুদ্ধ অবস্থায় প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সেখানে কর্বত্যরত ডাঃ অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসা শেষে ৫দিন চিকিৎসা তাকে বাড়ি নিয়ে আসে।
এ ব্যাপারে শিশুটির পিতা বাবু মিয়া গত বুধবার (১ ফেব্রুয়ারী) গোবিন্দগঞ্জ থানায় মহসিন হোসেন বিজয়কে আসামী করে মামলা দায়ের করেছে।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলা দায়েরে পর থেকে আসামীকে গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যহত রয়েছে।