Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৬

গোবিন্দগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় শিশু নিহত॥ অটোসহ চালক আটক

গোবিন্দগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় শিশু নিহত॥ অটোসহ চালক আটক

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিক্সার চাপায় তাবাসুম খাতুন নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অটোচালকে আটক করেছে। নিহত শিশু উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী  গ্রামের নজরুল ইসলাম নান্টুর কন্যা। 

স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ী সামনে গাইবান্ধা গোবিন্দগঞ্জ সড়কে  কুমারগাড়ীর নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অটোরিক্সা তাকে চাপা দিলে তাবাসুম ঘটনাস্থলেই মারা যায়। বিক্ষুব্ধ এলাকবাসী অটো সহ চালক আমিরুল ইসলাম কে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করে। সে পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত ছামসেল আলীর পুত্র।

গোবিন্দগঞ্জ থানার এসআই দীপক বিষয়টি নিশ্চিত করে জানান  এ ব্যাপারে নিহত শিশু তাবাসুমের বাবা নজরুল ইসলাম নান্টু অটোচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত আমিরুলকে আদালতে প্রেরণ করা হবে।


 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad