গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসযোগি সংগঠনের আয়োজনে সকাল কেক কর্তন, প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেষে উপজেলা নিবার্হী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, যুগ্ম সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ বিতরণ করা হয়।