গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেসকো’র প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি ও বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির উপজেলা শাখার সভাপতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক কমরেড এম এ মতিন মোল্লা, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের নেতা রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম প্রমুখ।
স্বারকলিপিতে গোবিন্দগঞ্জ উপজেলায় বিতর্কিত প্রিপেইড মিটার লাগানো বন্ধ এবং উপজেলার যেসব স্থানে প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাও খুলে নেয়ার আহ্বান জানানো হয়। এই গণবিরোধী কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করা হয় স্মারকলিপিতে।