গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সবুজে সাজাই বাংলাদেশ এই শ্লোগানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার লোনতলা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ঔষধি বৃক্ষের প্রায় ২০০শতাধিক চারা রোপন করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এই বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, লোনতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার মন্ডল, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনিরা বেগম, ইউপি সদস্য রশিদুল বারী কবিরাজ, শিক্ষক সাজু মিয়া কবিরাজ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, পরিবেশ বন্ধু আহমদ উল্যা প্রমুখ।