গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানু পুর ইউনিয়নের চেয়ারম্যান ও নাকাই ইউনিয়নের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, তালুককানু পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা আশরাফ আলী, আওয়ামীলীগ মনোনিত মাসুদ আলম মন্ডল ও আনিসুজ্জামান বিদ্যুত এবং নাকাই ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদ প্রার্থী আবুল কালাম আজাদ, মোখলেছুর রহমান, মোঃ আপেল, ও সিদ্দিকুর রহমান।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী নীতিমালা মেনে প্রচারণা চালানোর জন্য গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৭ জুলাই তালুককানুপুর ইউপির চেয়ারম্যান পদে ও নাকাই ইউপি’র ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মৃত জনিত কারণে এই পদগুলো শুন্য ঘোষণা করে নির্বাচনের দিন ধার্য্য করে।