Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৬

গোবিন্দগঞ্জে দাখিলকৃত ভূমিহীনদের তালিকা দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন 

গোবিন্দগঞ্জে দাখিলকৃত ভূমিহীনদের তালিকা দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন 

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জে ঘর ও জমি এবং জেলা প্রশাসক কার্যালয়ে দাখিলকৃত ভুমিহীনদের তালিকা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ওয়ার্কার্স পাটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ মতিন মোল্লা। উপজেলা পরিষদ সড়কে এই মানববন্ধনে  সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেএসডি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আইয়ুব হোসেন সরকার, বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, জাতীয় কৃষক সমিতির গোবিন্দগঞ্জ উপজেলা  সভাপতি রবিউল আউয়াল বিএসসি, গোবিন্দগঞ্জ উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, গোবিন্দগঞ্জ নাগরিক সমাজের নেতা গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি শাহ আলম সরকার সাজু, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডিপটি প্রধান,  বাংলাদেশ যুব মৈত্রী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম। ভূমিহীনদের পক্ষে বক্তব্য রাখেন  শ্রমিকনেতা গোবিন্দগঞ্জ পৌরসভার সাহারুল আলম সরকার, শালমারা ইউনিয়নের ভূমিহীন আবু তালেব, মহিমাগঞ্জের সুমি বেগম, হরিরামপুর ইউনিয়নের সোলেমান আলী, দরবস্ত ইউনিয়নের মেনেকা বেগম প্রমুখ। 

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ভূমিহীন থাকা সত্বেও গোবিন্দগঞ্জ উপজেলাকে  ভূমিহীন মুক্ত ঘোষনা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার থেকে ভূমিহীনদের বঞ্চিত করা হয়েছে। তাই ১৯ মার্চ ২০২৩ তারিখে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে যে ১৬ শ’ ভূমিহীনদের আবেদন প্রেরণ করা হয়। সেই তালিকা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবী জানান। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad