গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পরিসংখ্যান ব্যবস্থাপনা উন্নয়ন স্মার্ট বাংলাদেশ গঠন শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস পালণ করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ারা হোসেন চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা পরিসংখ্যান অফিসার পরিতোষ শর্মা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, রাখাল বুরুজ ইউপি’র চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।