গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। কর্র্মসূচীর মধ্যে ছিল র্যালী আলোচনা সভা সনদ পত্র ও যুব ঋণ বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
বুধবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে জাতীয় যুব দিবসের ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্যরঞ্জন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম জুয়েল, যুবনেতা মনিরুজ্জামান মিঞা, নারী নেত্রী হেপী মোল্লা, যুব নেত্রী রোজী খাতুন প্রমূখ।
এর আগে একটি র্যালী ঢাকা-রংপুর মহাসড়ক সহ শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।