Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৯-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০১

গোবিন্দগঞ্জে চালককে অজ্ঞান করে অটোভ্যান নিয়ে পালাল দুর্বৃত্তরা

গোবিন্দগঞ্জে চালককে অজ্ঞান করে অটোভ্যান নিয়ে পালাল দুর্বৃত্তরা

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গোবিন্দগঞ্জে আবারো চালককে অজ্ঞান করে অটোভ্যান নিয়ে পালাল দুর্বৃত্তরা। অটোভ্যান চালক উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে শাহজাহান আলী (৪৫)।

ভুক্তভোগী শাহজাহানের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত শুক্রবার বিকেল ৩টায়  অটোভ্যান চালক শাহজাহান আলী কোচাশহর থেকে ভাড়ায় নিয়ে গোবিন্দগঞ্জের দিকে রওয়ানা হয়। এরপর যাত্রীবেশী  দুবৃর্ত্তরা কামারের হাট নামকস্থানে তাকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে  অটোভ্যান নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন  রয়েছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, থানায় কোন অভিযোগ নেই। তবে এ ধরণের ঘটনার কথা শুনেছি। এর আগেও এধরণের ঘটনায় ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার করেছি। এটাও উদ্ধারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৪দিনে ৩টি অটোরিক্সা ছিনতাই হলো এরমধ্যে গত বৃহস্পতিবার পুলিশ একটি ছিনতাই হওয়ায় অটোরিক্সা উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad