গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
ভূমিহীন গৃহহীনদের মাঝে সরকারি ঘর ও খাস জমি বন্দোবস্তের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে স্থানীয় শহীদ মিনারে বাংলাদেশ ওয়ার্কার্স পাটির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমএ মোতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পাটি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, ওয়ার্কার্স পাটির জেলা শাখার সভাপতি প্রণব চৌধুরী, সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, আশরাফুল ইসলাম মুকুল প্রমূখ।
সমাবেশে বক্তারা ভূমিহীন গৃহহীণদের মাঝে সরকারি ঘর ও খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবী জানিয়ে বলেন গোবিন্দগঞ্জ উপজেলায় অনেক ভূমিহীন ও গৃহহীন মানুষ থাকা সত্বেও এই উপজেলাকে ভ’মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এটা ঠিক হয়নি। কারণ এই উপজেলাকে ভ’মিহীণ ও গৃহহীণ মুক্ত ঘোষণা করে এখনও যে সব ভুমিহীন ও গৃহহীন রয়েছে তাদেরকে প্রধানমন্ত্রীর প্রদত্ত সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে ভূমিহীন ও গৃহহীণদের ন্যায সুবিধা প্রদানের দাবী জানান।
শেষে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি প্রদান করা হয়।