গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের জীবন মান উন্নয়নে ২৭২ জনের মাঝে হাঁস-মুরগীসহ ভেড়ার ঘর তৈীরর উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: বেলাল হোসেন, ভেটেনারী সার্জন ডা. মো: তানভিক জাহান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সুবিধাভোগী মারিয়া মুরমুসহ অন্যান্যরা। শেষে অতিথিবৃন্দ সুবিধাভোগীদের মাঝে হাঁস-মুরগীসহ ভেড়ার ঘর তৈীরর উপকরণ বিতরণ করা হয়।