গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আজ (শনিবার, ২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দরবস্ত ও সাপমারা ইউনিয়নের সীমানা গোশাইপুর এলাকা থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জেলেরা মাছ ধরার সময় তাদের জালে মর্টার সেল সদৃশ বস্তুটি পানি থেকে উঠে আসে। বিষয়টি পুলিশকে জানালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে তাদের তাদের হেফাজতে নেয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ জানান, রকেট লাঞ্চারে ব্যবহৃত বোমা সদৃশ বস্তুটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে এটি তাজা না অকেজো বলা মুশকিল। তাই সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদলকে খবর দেয়া হয়েছে। তারা এলে পুরো বিষয় সম্পর্কে জানা যাবে।
রাত পৌনে আটটায় এ রির্পোট লেখা পর্যন্ত সেনাবাহিনীর জন্য পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।