Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:০৭

গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন  এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মাস ব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে  ৪র্থ দিন পৌর শহরের চতুরঙ্গ মোড়ে শনিবার ভ্রাম্যমান ও ভাসমান রোজাদার দের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৭ এর আইপিডিজি এপেঃ সাহারুল ইসলাম টিটু,  এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর প্রেসিডেন্ট এপেঃ জিল্লুর রহমান সরকার, আইপিপি এপেঃ কাজী আসাদুজ্জামান উল্লাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ আরিফুর রহমান প্রধান বাবলু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ এটিএম আল আমিন তুহিন, সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ রফিকুল ইসলাম অপু, পাবলিক স্পিকিং  রিলেশন  ডিরেক্টর এপেঃ মনমোহন সরকার, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ ফার“ক হোসেন ছন্দ, এপেঃ তাহেদুল ইসলাম, এপেঃ  মোকছেদুর রহমান, এপেঃ খন্দকার এরফান উদ্দিন  সহ নেতৃবৃন্দ।।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad