Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৭-২০২৩, সময়ঃ রাত ০৭:২২

গোবিন্দগঞ্জে এক ডেঙ্গু রোগী শনাক্ত

গোবিন্দগঞ্জে এক ডেঙ্গু রোগী শনাক্ত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি►

গোবিন্দগঞ্জে  আশরাফুল ইসলাম (৩৫) নামে একব্যক্তির শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।  তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বিশেষ ব্যবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ঢাকার যাত্রাপুরে অবস্থানকালীন সময় তিনি শরীরে জ্বর অনুভব করেন। এ অবস্থায় বাড়িতে এলে স্বাস্থ্য পরীক্ষার জন্য আশরাফুলকে গত সোমবার (১৭ জুলাই) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষা শেষে তার  শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জাফরিন জাহেদ জিতি বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই।  আক্রান্ত রোগীকে আলাদা ভাবে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad