গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলনে ইমামদের করণীয় ও ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলনে ও কর্মশালার সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক মিরাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত বুলবুল ইসলাম, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মোকলেসুর রহমান, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ও গোবিন্দগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি কাজী হোসাইন আহমেদ প্রমূখ।