• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৫-২০২৪, সময়ঃ রাত ০৭:০৭
  • ৫৭ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে ইটভাটায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

গোবিন্দগঞ্জে ইটভাটায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ভাবে গড়ে ওঠা এমএসএন ইটভাটা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

আজ (রবিবার, ১৯ মে) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়ের দামোরপুর গ্রামে গোবিন্দগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আব্দুল্যা বিন শফিক এই আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,  তালুককানু ইউনিয়নের দামোদরপুরে জেলা প্রশাসকের নির্দেশণা ছাড়াই মৃত মফিজ উদ্দীনের পুত্র মোফাজ্জল হোসেন এমএসএন নামে ইট ভাটা গড়ে তুলে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছিল। গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গোবিন্দগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আব্দুল্যা বিন শফিক বলেন, জেলা প্রশাসকের নিদের্শে এই উপজেলায় সকল অবৈধ ইটভাটা বন্ধে এই ধরণের অভিযান চলমান থাকবে। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়