Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫০

গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে ৩ জন ও নাকাই ইউনিয়নের সদস্য পদে ৪ জন প্রার্থীর মনোয়নপত্র দাখিল

 গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে ৩ জন ও নাকাই ইউনিয়নের সদস্য পদে ৪ জন প্রার্থীর মনোয়নপত্র দাখিল

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আজ রবিবার মোট ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন জমাদানকারীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদ আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ মোস্তফা আশরাফুল ইসলাম ও আনিসুজ্জামান বিদ্যুৎ। এছাড়াও নাকাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, মোখলেছুর রহমান, মো: আপেল, আবুল কালাম আজাদ ও সিদ্দিকুর রহমান। 

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ জানান ইউনিয়ন দুটিতে আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

এদিকে আজ রবিবার বেলা ১১টার দিকে তালুককানুপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদ আলম দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এসময় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ৫মে উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের মৃত্যুতে চেয়ারম্যানের পদ টি ও ১২ মে নাকাই ইউপি’র ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য সামসুল হুদার  মৃত্যুতে পদটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার ।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad