Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৫-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫০

গোবিন্দগঞ্জে অটোভ্যান ও মোবাইল ছিনতাই মুলহোতা গ্রেফতার 

 গোবিন্দগঞ্জে অটোভ্যান ও মোবাইল ছিনতাই মুলহোতা গ্রেফতার 

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জে অটোভ্যান ও মোবাইল ছিনতাইয়ের সাথে জড়িত রাব্বী মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রবিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে আদালতের মাধ্যমে রাব্বীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।  সে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মজনু মিয়ার পুত্র। ঘটনার সাথে জড়িত অপর একজন পলাতক রয়েছে। বৃহস্পতিবার রাতে চেতনা নাশক প্রয়োগে অজ্ঞান করে মহিমাগঞ্জের পুনতাইড় গ্রামের ইউসুফ আলীর কাছ থেকে ভ্যান ও মোবাইল ছিনতাই করেছিল রাব্বী এক সঙ্গী।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান গত বৃহস্পতিবার আত্নীয়র বাড়ী যাওয়ার কথা বলে মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের হাবিবুর রহমানের পুত্র ইউসুফ আলীর কাছে ভ্যানটি ভাড়া করে। এরপর  ভ্যান নিয়ে মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রীজের কাছে এলে। ভ্যানচালককে চেতনানাশক প্রয়োগ করে তাকে সংজ্ঞাহীণ করে অটোভ্যান ও তার কাছে থাকা মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। পরে স্থানীয়রা সংজ্ঞাহীন ভ্যানচালক ইউসুফকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরদিন সুস্থ হয়ে  ইউসুফ আলী তার একমাত্র উর্পাজনের ভ্যানটি ফেরত পাওয়ার জন্য থানায় অভিযোগ দেয়। 

বিষয়টি সম্পর্কে গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন জানতে পারলে তিনি দ্রুত ভ্যানটি উদ্ধারে গোবিন্দগঞ্জ থানাকে নির্দেশ দেন। এরপর তার নির্দেশে থানার অফিসার ইজার উদ্দীনের সাথে পরামর্শ করে এসআই প্রলয় বর্মা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার মূল আসামী রাব্বীকে গ্রেফতার করেন এবং তার স্বীকারোক্তিতে  ভ্যানচালক ইউসুফ মিয়ার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এস আই প্রলয় জানান, ছিনতাই করা ভ্যানটি ভাংরি দোকানে বিক্রির করায় সেটি টুকরা টুকরা করে ভেঙ্গে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad