গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা যুবকের মরদেহের পরিচয় উদ্ধার করেছে পুলিশ। তার নাম সজিব মিয়া (২৫) বাড়ী বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় গ্রামে। তার বাবার নাম জহুরুল ইসলাম। সজিব মিয়া টাঙ্গাইলে সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক পদে চাকুরী করতেন। গত রবিবার (১৩ নভেম্বর) সে বাড়ী থেকে কম্পিউটার ঠিক করার কথা বলে বের হয়। এরপর আর ফেরেনি।
গত সোমবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়দের খবরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাপমারা ইউনিয়নের কাটা মোড়ের একটি নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাতনামা (২৫) হিসেবে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। সজিবের গলায় তার পরণের শার্টের অংশ দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। লাশ উদ্ধারের বিষয়টি বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্টামিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে খবর দেখে তার স্বজনরা গোবিন্দগঞ্জে এসে সজিবের লাশ সনাক্ত করে। সজিবের মা জেলী বেগম ছেলেকে হত্যা করা হয়েছে মর্মে থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বলেন, মামলা দায়েরের পর থেকে তদন্ত শুরু করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছে।