Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৮

গোবিন্দগঞ্জ শহর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে তীব্র যানজট 

গোবিন্দগঞ্জ শহর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে তীব্র যানজট 

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহর এলাকায়  ঢাকা- রংপুর মহাসড়কে তীব্র যানজটে নানা ধরণের দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলকারী যানবাহনের যাত্রী, চালক ও স্থানীয় ব্যবসায়িরা। শহরের মধ্যদিয়ে চলে যাওয়া  ঢাকা-রংপুর মহাসড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ও  শহর এলাকায় এলোপাথারী  ভাবে যানবাহনের চলাচলে এবং মহাসড়কের পাশেই রিক্সা ও অটোরিক্সা দাঁড়িয়ে থাকায় সড়ক সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগের অন্যতম কারণ বলে দাবী স্থানীয়দের।

ঢাকা-রংপুর মহাসড়কটি গোবিন্দগঞ্জ শহরের মধ্য দিয়ে  চলে যাওয়ায় উত্তরাঞ্চলের ৮ জেলার সাথে সড়ক  যোগযোগের ক্ষেত্রে প্রবেশ দ্বার হিসেবে গোবিন্দগঞ্জ বিশেষ ভাবে পরিচিত। উত্তরের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমণিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সকল প্রকার যানবাহন রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে চলাচল করে।

এ ছাড়াও মধ্যপাড়া, বড়পুকুরিয়া কয়লা খনি এবং হিলি, বুড়িমারী, সোনাহাট, বাংলাবান্ধা স্থলবন্দরের পন্যবাহী বিভিন্ন ধরণের হালকা ও ভারী যানবহন গোবিন্দগঞ্জ শহর হয়ে যাতায়াত করে। কিন্তু শহর এলাকায় মহাসড়কের বেশীভাগ অংশ দখল করে সিএনজি, ব্যাটারী চালিত অটোরিক্সা, রিক্সা এলোপাথারি ভাবে দাঁড় করে রাখায় যানজট নিত্যনৈমিত ব্যপার হয়ে দাঁড়িয়েছে। যে কারণে দুরপাল্লা ও জরুরী পরিষেবার গাড়ী সহ সব যানবাহন দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে থাকতে হয়। 

গোবিন্দগঞ্জ শহরের ব্যবসায়ি  আবু খালেদ বিপ্লব বলেন সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিক্সার কিছু চালক মহাসড়কের পাশে দাঁড় করে যাত্রী তোলায় এবং যাত্রীর জন্য দাঁড় করে রাখায় অন্য যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে না। যে কারণে শহর এলাকায় যানবাহনের জট বাড়তে থাকে।মাত্র কিছুদিন আগে যানজটের কারণে তড়িঘড়ি করে মাঝে মধ্যেই প্রাণহানি ঘটছে। 
ব্যবসায়ি সোলায়মান আলী, পবিত্র কুমার, বলেন যানজটের কারণে ক্রেতা সাধারণ সড়ক পারাপার হতে না পারায় বেচা কেনা কমে যাচ্ছে। আবার  যানবাহনের হর্ণের শব্দ দোকানে থাকা কঠিন হয়ে পড়ে।    

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, বলেন মহাসড়কের কাজ চলমান থাকায় শহর এলাকা মহাসড়ক সংস্কার হচ্ছেনা। যে কারণে শহর এলাকা জুড়ে  ছোট বড় খানা খন্দকে ভরে গেছে। এ ছাড়াও থানা চারমাথা থেকে উপজেলা সড়ক পর্যন্ত  শহরের মহাসড়কে  অংশটি সংকুচিত রয়েছে। আবার সড়কে যে জায়গাটুকু রয়ে তাতেও রিক্সা, অটোরিক্সাসহ বিভিন্ন ধরণের ছোট ছোট যানবাহন বিচ্ছিন্ন ভাবে চলাচল করে। যেকারণে  যানজট সৃষ্টি হচ্ছে। তাবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ সব সময় কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad