গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট দলের আয়োজনে ও গোবিন্দগঞ্জ সরকারি কলেজ রোভার দল এর সহযোগিতায় পারগয়ড়া গার্লস হাইস্কুল এ ডে- ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসা মো: আরিফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মোছা: জাফরিন জাহিদ জিতি। অনুষ্ঠানে
উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী সাজু, মোঃ আব্দুল আন্নান এ এল টি মুক্ত স্কাউট দলের সভাপতি নকুল চন্দ্র রায় এল টি, স্কাউট লিডার মো: মোকাম্মেল হক উডব্যাজার, সহঃ লিডার ইব্রাহীম প্রধান, কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল হোসেন আদিত্য, কাউন্সিল কমিটির সদস্য মোঃ ফেরদৌসী সাথী, পি এস হাসিবুর রহমান, সিনিয়র রোভার মেট সরকারি কলেজ মোঃ তামিম সরদার সহ সকল স্কাউট, রোভার স্কাউট, গা্ল ইন রোভার, গার্ল ইন স্কাউট উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও মুক্ত স্কাউট দলের প্রধান উপদেষ্টা মোঃ আরিফ হোসেন স্কাউট দলের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং ব্যাস পরিয়ে দেন।