গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধা জেলা মটর মালিক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম রাজু মারা গেছেন। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।
তার মৃত্যুতে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।