গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্বগ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল মিয়া।
আজ (বুধবার, ২৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভা কার্যালয়ে তিনি এ দায়িত্বগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ তাকে এ দায়িত্ব হস্তান্তর করেন। গেল ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর -১ শাখার এক প্রজ্ঞাপন অনুযায়ী ইউএনওকে পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করা হয়।
এর আগে, দেওয়ান মওদুদ আহমেদ গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন।
দায়িত্বগ্রহণকালে পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।