নিজস্ব প্রতিবেদক ►
রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ‘ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন রংপুর এর উদ্যোগে এবং গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপর এর সহকারী পরিচালক মো. ইমরান হোসেন, এসকেএস স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ড. অনামিকা সাহা। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কেএম রেজাউল হক। বক্তব্য রাখেন বিতর্ক অনুষ্ঠানের মডারেটর অধ্যাপক জহুরুল কাইয়ুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী।
এর আগে সকালে ৮টি দলের অংশগ্রহণে বিতর্ক অনুষ্ঠান শুরু করা হয়। এতে আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ, এসকেএস স্কুল এ্যান্ড কলেজ, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, নিউটন প্রিপারেটরী স্কুল, বিয়াম ল্যাবরেটরী স্কুল, নজরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দল অংশ নেয়।
প্রতিযোগিতায় আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন এবং এসকেএস স্কুল এ্যান্ড কলেজ দল রানার্স আপ হয়। অনুষ্ঠানে বিচারক ছিলেন অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মো. আনোয়ার হোসেন ও প্রভাষক মো. ওয়াশিম মিয়া।
চ্যাম্পিয়ন আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ দলে ছিলো- আইদা তাসনিম রোদেলা, নাফিজ বিনতে আজিম ও মাশিয়াত হাসান লামইয়া (দলনেতা), রানার্স আপ এসকেএস স্কুল এ্যান্ড কলেজ দলে ছিলো- মাহবুব রবানী মিজান. রাদিয়া ইসলাম হৃদি, নাঈম হাসান (দল নেতা)। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের র্তার্কিদের মধ্যে দুদক মেডেল এবং সার্টিফিকেট প্রদান করে। সেইসাথে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে ক্রেস্ট প্রদান করেন।