নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়ায় এল.এল.সি নামে একটি সংস্থার পরিচয়ে চাকরি, ঘর দেয়াসহ সামাজিকভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার কথা বলে হতদরিদ্র ১৫০ পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ জানিয়ে জড়িত প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগীরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে দারিয়াপুরের চারমাথায় আয়োজিত সমাবেশে ভুক্তভোগীরা জানান, গেল তিন মাস ধরে ঘাগোয়া ইউনিয়নের যুগীপাড়া গ্রামের ডা. হারেজের ছেলে মাহমুদ হাসান শান্ত এল.এল.সি নামে একটি সংস্থার পরিচয়ে চাকরি, ঘর দেয়াসহ সামাজিকভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার কথা বলে মালিবাড়ি, ঘাগোয়াসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ১৫০টি পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে। এ সময়ে ভুক্তভোগীরা বারবার চাকরি, ঘর দেয়া ও বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য তাগাদা দিতে থাকে। তিন মাসেও কেউ কোনো সুযোগ-সুবিধা না পাওয়ায় ভুক্তভোগীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীরা সুযোগ-সুবিধার নিশ্চয়তা চাইলে অবস্থা বেগতিক দেখে সটকে পড়ে অভিযুক্ত মাহমুদ হাসান শান্ত এবং তার সহযোগীরা।
ভুক্তভোগীরা আরও জানান, তারা মহাজনি ও এনজিও থেকে ঋণ নিয়ে সুযোগ-সুবিধা পাওয়ার আশায় টাকা দিয়েছে। ফলে এসব ঋণ পরিশোধ করতে না পেরে তারা সামাজিকভাবে হেনস্থা, অপমান, আর্থিক, মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছে।
আর তাই ভুক্তভোগীরা এ বিষয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মাহমুদ হাসান শান্ত ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভুক্তভোগী এজেনুর খাতুনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, সদস্য কমরেড গোলাম ছাদেক লেবু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ (মার্কসবাদী)’র সংগঠক আব্দুল মালেক ও রাহেলা সিদ্দিকাসহ ভুক্তভোগী চায়না বেগম, মিজানুর রহমান, আব্দুল জলিল, রিক্তা বেগম প্রমুখ।