নিজস্ব প্রতিবেদক ►
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, মো. ইলিয়াস হোসেন, মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, আব্দুল আউয়াল আরজু, ডাঃ আসাদুজ্জামান সাজু, শামীম আহমেদ পলাশ, মোস্তাক আহমেদ মোস্তাক প্রমুখ। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় দোয়া পরিচালনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক ►
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা জিয়া পরিষদ জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, গরীবদের মধ্যে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা জিয়া পরিষদের আহবায়ক ও সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক ও প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি (রংপুর বিভাগ) সাংগঠনিক সম্পাদক ড. মো: রোকনুজ্জামান।
জিয়া পরিষদ জেলা শাখার সদস্য সচিব ডা: আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম প্রমুখ। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী।