• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৫২

গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় মাদক মামলায় সিমা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে এ মামলায় ময়নুল ইসলাম নামে অপর এক আসামিকে বেকসুর খালাশ প্রদান করা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবির আজ (সোমবার, ২০ মে) এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত সীমা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার চরমগাছা পার্বতীপুর গ্রামের খোকন মোল্লার স্ত্রী।

জানা যায়, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেনসিডিলসহ সিমা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাভোকেট বদরুন্নাহার বেবি জানান, মামলার এ রায়ে সন্তুষ্ট তিনি। এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়