নিজস্ব প্রতিবেদক ►
রংপুর-বগুড়া মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরের পার্শ্ববর্তী এলাকা একবারপুর নামক স্থানে গাছ ফেলে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই রাতেই ডাকাতির শিকার শারমিন নাহার বাদি হয়ে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শারমিন নাহারের অভিযোগে জানা গেছে, সোমবার ঢাকায় তার বাবা মারা যান। পরে ওই দিন বিকেলেই একটি অ্যাম্বুলেন্সযোগে তার বাবার লাশ গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট আতিরেরপাড়া গ্রামে পাঠান। এরপর পরই ঢাকার বাসা থেকে একটি মাইক্রোবাসযোগে তিনিসহ তার আত্মীয়স্বজনদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে মাইক্রোবাসটি মহাসড়কের একবারপুর এলাকায় পৌঁছিলে ৭-৮ জনের একটি ডাকাতদল দু’টি গাছ কেটে সড়কের উপর ফেলে মাইক্রোবাসটি আটক করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে সকলের কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে সাদুল্যাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।