Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৭

গাইবান্ধায় বাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধায় বাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪৩তম এবং মহান রুশ বিপ্লবের ১০৬তম বার্ষিকী গাইবান্ধায় লাল পতাকা মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে পৌর শহীদ মিনার চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুল কুদ্দুস, জেলা সদস্য সুকুমুর চন্দ্র মোদক, ইসরাত জাহান, আফরোজা বেগম প্রমুখ। 

আওয়ামী লীগ নির্বাচনী আসরে মেতেছে আর জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রবল জনমত, গণ দাবি উপেক্ষা করে একতরফাভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। তা সরকার ২০১৪ এবং ২০১৮ সালের মতো আবারো প্রহসনের নির্বাচন করতে চায়। কিন্তু দেশের জনগণ তা হতে দেবে না। বর্তমান সরকার কিছু দলছুট ব্যক্তিদের নিয়ে কিংস পার্টি গঠন করে আগামী নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাতেও সরকার হালে পানি পাচ্ছে না। আওয়ামী লীগ সরকারের একতরফা প্রহসনের নির্বাচন বাসদ এবং বাম গণতান্ত্রিক জোট প্রত্যাখান করেছে। 

নির্বাচনে বিদেশীদের হস্তক্ষেপ প্রসঙ্গে বক্তারা বলেন, গত ৫২ বছরে যে শাসক গোষ্ঠী দেশ চালিয়েছে, তারা একটা সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতার সুযোগে বিদেশীরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাগ গলানোর সুযোগ পাচ্ছে। বক্তারা আরও বলেন, বিগত দিনে ১৭ বার সংবিধান সহশোধন করা হয়েছে। প্রয়োজনে সংবিধান আবারো সংশোধন করে তদারকি সরকার প্রবর্তন করতে হবে। সেইসাথে তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও এক তরফা তফসিল বাতিলের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad