Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৬

গাইবান্ধায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  ►


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা  সদর উপজেলার আয়োজনে ৭এপ্রিল সকালে শহরের কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে ত্রি-বার্ষিক সম্মেলনে সংগঠন এর পতাকা উত্তোলন করেন ও বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সভাপতি রনজিত বকসী সুর্য্য।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার। সম্মানীয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা সহ- সভাপতি দীপক কুমার রায়, যুগ্ন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রামেশ্বর সাহা, প্রচার সম্পাদক বিমল সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক চঞ্চল সাহা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক সজল সরকার।

সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি বিনয় ভূষন সরকার। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সদর উপজেলার খৃষ্টান সম্প্রদায় এর অন্যতম সদস্য  রেভা তাপস মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদনসদর উপজেলার সাধারণ সম্পাদক ঞ্জন সাহা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মথুয়া মদক,  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান যুব ঐক্য পরিষদ লালমনিরহাটের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সেন, গাইবান্ধা জেলার  প্রধান উপদেষ্টা গোপাল রায়, আইন বিষয়ক সম্পাদক নির্মল কুমার ঘোষ, ছাত্র ঐক্য পরিষদ সভাপতি বিশ্বনাথ রায় বিশ্ব, হিন্দু বৌদ্ধ  ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক কামনাশীষ দেব বুলেট, ছাত্র  যুব ঐক্য পরিষদ এর গাইবান্ধা জেলার সভাপতি পলাশ চাকী, সদস্য সচিব অভিজিৎ দাস, ছাত্র ঐক্য পরিষদ সদস্য সচিব শুভ মহন্ত, লক্ষীপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সরোজ কুমার মহন্ত, খোলাহাটি ইউনিয়ন কমিটির সভাপতি মহেন্দ্রনাথ সরকার,  বল্লমঝাড় ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মহন্ত। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সংগঠন এর পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। পরে নৃত্য পরিবেশিত হয়।

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক স্বপন সাহা'র পরিচালনায় নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। আলোচনা শুরুতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সাধারণ সম্পাদক রঞ্জন সাহা। সঞ্চালনা করেন উপস্থাপক সম্পা দেব।

বক্তারা বলেন- হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ প্রতিষ্টালগ্নের পর থেকে  হিন্দুদের বিভিন্ন দাবী আদায় ও অধিকার প্রতিষ্ঠার লক্ষে  কাজ করছেন। সে সাথে সাম্প্রদায়িক ঘটনা এড়াতে দূঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সমস্ত দিধা দ্বন্দ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। উল্লেখ্য, শেষে ৩ বছরের জন্য গাইবান্ধা সদর উপজেলা কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad