নিজস্ব প্রতিবেদক►
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কেক কর্তন ও পৌর পার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ।
এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজহারুল ইসলাম বাবলু।
সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি প্রমতোষ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. শামীম বাবুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সদর উপজেলা শাখা সভাপতি মো. রেজাউল করিম ভুটটু, বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন জেলা সভাপতি বুলবুল আহমেদ বাপ্পী, সাধারণ সম্পাদক মো. বাবুল আহমেদ প্রমুখ।