Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:২২

গাইবান্ধায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা জেলা পুষ্টি সমন্বয় কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে  মঙ্গলবার দুপুরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। এসময়  বক্তব্য রাখেন সিভিল সার্জন গাইবান্ধা ডঃ আব্দুল্লাহ হেল মাফি, 

উপ-পরিচালক কৃষি গাইবান্ধা মোহাম্মদ খোরশেদ আলম ডিস্ট্রিক্ট অফিসার, মোঃ ফয়সাল আজম, উপপরিচালক মহিলা বিষয়ক কর্মকর্তা  নার্গিস জাহান, জেলা প্রাণিসম্পদ অফিসার মাসুদুর রহমান সরকার  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ । ফুলছড়ি গাইবান্ধা সদর সাদুল্লাপুর পলাশবাড়ী গোবিন্দগঞ্জ এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ  এছাড়াও এনজিও  প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, অ্যাডভোকেসি কর্মচারীদের তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সচেতন করতে পারে।"চরের মানুষের কল্যাণে যে কোনো কাজ সঠিকভাবে করাটা নানা কারণে খুবই চ্যালেঞ্জের। এই পরিপ্রেক্ষিতে, এবং NGO-এর সমন্বিত প্রচেষ্টা চরের মানুষের কাছে তাদের পরিসেবা পৌঁছে দিতে পারে। 

ফ্রেন্ডশিপ, দেশের একটি জাতীয় নেতৃস্থানীয় বেসরকারি সংস্থা,  ফ্রেন্ডশিপ ইন্টিগ্রেটেড নিউট্রিশন প্রোগ্রামের অধীনে অনুষ্ঠানটির আয়োজন হয়। এর আগে ফ্রেন্ডশিপের সার্বিক কার্যক্রমের উপর প্রশ্ন-উত্তর পর্বে ফ্রেন্ডশিপ  প্রোগ্রাম স্পেশালিস্ট  ডঃ মুহাম্মদ আবুল হোসেন শেখ, জিএম আব্দুর রহিম সিনিয়র প্রজেক্ট-অর্ডিনেটর বক্তব্য রাখেন,অনুষ্ঠানটি প্রেজেন্টেশন করেন ফ্রেন্ডশিপের প্রোগ্রাম অফিসার (নিউট্রিশন) মোঃ হামিম হোসেন। উপস্থাপনায় হামিম হোসেন বলেন, সংগঠনটি ২০০২ সাল থেকে গাইবান্ধার চরে স্বাস্থ্য, কৃষি, সুশাসন, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন খাতে কাজ করে যাচ্ছে।

এছাড়াও এ কর্মসূচির আওতায় চরের মানুষের পুষ্টি নিশ্চিত করার জন্যও সংগঠনটি কাজ করছে। ডিসি অলিউর রহমান বলেন, একটি প্রতিষ্ঠানের পক্ষে চরের মানুষের পুষ্টি নিশ্চিত করা খুবই কঠিন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ সরকারি দফতরের কর্মীরা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসলে চরবাসীর পুষ্টি নিশ্চিত করা অনেক সহজ হবে। জেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও কর্মীরা যারা পুষ্টি কর্মকাণ্ডে নিয়োজিত আছেন সহ বেশ কয়েকজন ব্যক্তি এ অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad