নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় পুলিশের বাধায় বাম গণতান্ত্রিক জোটের ‘কালো পতাকা মিছিল’ পণ্ড হয়েছে। পরে নেতা-কর্মীরা মিছিল না করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের স্টেশন রোডে এ ঘটনা ঘটে। একতরফা ‘ডামি’ নির্বাচন বর্জন, সভা-সমাবেশের ওপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদ এবং গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এ ‘কালো পতাকা’ মিছিলের আয়োজন করে জেলা বামজোট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে শহরের ১নং রেলগেট থেকে মিছিল বের করে বামজোটের নেতাকর্মীরা। মিছিলটি ডিবি রোড হয়ে পুরাতন ব্রীজের পাশ দিয়ে স্টেশন রোডে ঢোকে। পরে মিছিলটি ইসলাম প্লাজা মার্কেটের সামনে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। বাধা ঠেলে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সামনে এগোতে চাইলেও পারেনি। ওখানেই পণ্ড হয়ে যায় মিছিলটি। এরপর সেখানেই পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করে বামজোট।
এ সময় জোটের নেতারা বলেন, ৩০ ডিসেম্বর, ২০১৮ এই দিনটি জাতির ইতিহাসে একটি কলঙ্কিত দিন। সেদিন এদেশের গনতন্ত্রকে লুট করে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। সেই ভোটাধিকার ফিরে পেতে আজও আন্দোলন করছে। সেই সময় এই ফ্যাসিবাদী স্বৈরশাসক নিজের সিংহাসনকে পাকাপোক্ত করার জন্য জনমতকে তোয়াক্কা না করে আগামী ৭ জানুয়ারি আর একটি ডামি ও প্রহসনের নির্বাচন আয়োজন করেছে এবং সেই ভোট ডাকাতির নির্বাচন কে নির্বিঘ্নে করতে সভা-সমাবেশের ওপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞা দিয়েছে। যা এদেশের গনতন্ত্র পরিপন্থী।
বক্তারা ‘ডামি’ নির্বাচনকে বর্জন ও রুখে দেয়ার আহবান জানান। সেই সাথে সভা-সমাবেশের ওপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এদেশের মুক্তিকামী মানুষদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এছাড়াও মিছিলে পুলিশী বাধার তীব্র নিন্দা জানান নেতারা।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বামজোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ , বাসদ জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবির জেলা সহকারী সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী ও বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।