নিজস্ব প্রতিদেক ►
গাইবান্ধার ঐতিহ্যবাহি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বিন্দু বিসর্গের ২৩তম জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী সাহিত্য সম্মেলন, পদক বিতরণ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি কবি সাবেদ আল সাদের সভাপতিত্বে দুই পর্বের এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক অধ্যক্ষ মাজহারউল মান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, বিন্দু বিসর্গের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সুজন, ভারতের কবি ও প্রাবন্ধিক শান্তিময় মুখোপাধ্যায়, পুষ্পিতা চট্টোপাধ্যায়, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি ফারুক মাহমুদ, সোয়েব শাহরিয়ার, খৈয়াম কাদের, জোতির্ময় সেন, সুমন হায়দার, মো. আসাদুল্লাহ, নাহার আহমেদ, শিবলী মোকতাদির, নাদিরা খানম, জামশেদ ওয়াজেদ, মুকুল চক্রবর্ত্তী, সাংবাদিক ও লেখক গোবিন্দলাল দাস, টিটু বাহার, বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন শেখ, আলমগীর কবির বাদল প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের ত্রৈমাসিক সাহিত্য সংকলন বিন্দু বিসর্গের মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়া অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন অঙ্গনে কৃতিত্ব অর্জনকারি ৮ জন কবি সাহিত্যিক ও ভ্রমণ কাহিনী লেখককে পদক ও নগদ অর্থ প্রদান করা হয়। তারা হচ্ছেন নাসির আহমেদ (সামগ্রিক অবদান), ফারুক মাহমুদ (সামগ্রিক অবদান), ফরিদ আহমেদ দুলাল (সামগ্রিক অবদান), আমিনুল ইসলাম (কবিতা), ম্যারিনা নাসরীন (কথাসাহিত্য), হামিদ রায়হান (প্রবন্ধ), জোতির্ময় সেন (শিশু সাহিত্য) ও শিউলি সিরাজ (ভ্রমণ কাহিনী)।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি সোহেল রানা, অঞ্জলী রানী দেবী, কাসেম ইয়াসবীর, পিটু রশিদ, নাসরীন সুলতানা রেখা, আব্দুল হাদী, শহিদুর রহমান সাঁইজি, মমতা রাণী চাকী, নিভা আক্তার, নাফিউন নাহার পুষ্প প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও কথাসাহিত্যিক ফারুক মাহমুদ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিরিন আকতার ও শাহ আলম বাবলু।