নিজস্ব প্রতিবেদক ►
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বিএনপি কার্যালয়ে দরিদ্র অসহায় শীতার্ত ২৫০ জন মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী তাঁতী দল গাইবান্ধা জেলা শাখার আহবায়ক এটিএম রাশেদুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব আ.স.ম. সাজ্জাদ হোসেন পল্টনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, শহর বিএনপির সদস্য লোটাসা খান, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, আব্দুল হাই, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন খান, জিএমএ শাকিল সরকার, সদস্য আইয়ুব হোসেন, এসএম কামাল হোসেন, নজরুল ইসলাম, বিপুল কুমার দাস, শফিকুল ইসলাম লিপন, খন্দকার আলামিন, সেলু চৌধুরী, রবিউল হাসান সবুজ, জাহাঙ্গীর আলম, মহিলা দল নেত্রী মুনমুন প্রমুখ।