• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৬-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৫১

গাইবান্ধায় ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর

গাইবান্ধায় ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় গোলাম মওলা প্রধান (৪০) নামে ব্যাটারিচালিত এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। সেইসাথে আহত হয়েছেন ইজিবাইক চালক লুৎফর রহমান (৩০)।

আজ (রবিবার, ২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খোলাবাড়ি এলাকায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মওলা সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের আকবর আলী প্রধানের ছেলে। তিনি গম ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গোলাম মওলা ওই অটো রিক্সাভ্যানে কিছু সংখ্যক গমের বস্তা নিয়ে গাইবান্ধা থেকে সাদুল্লাপুর যাচ্ছিলেন। পথে ওই এলাকায় একটি মাটি বহনকারী ডাম্ম ট্রাক পিছন থেকে অটো রিক্সাভ্যানটিকে চাপা দেয়। এতে অটো রিক্সাভ্যানের গমের বস্তার উপর থাকা গোলাম মওলা ছিটকে সড়কে পরে ওই ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অটো রিক্সাভ্যান চালক গুরুতর আহত হন। 

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মাধুকরকে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়