নিজস্ব প্রতিবেদক ►
স্থানীয় বেসরকারি সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণস্বাক্ষরতা অভিযান এর যৌথ উদ্যোগে রবিবার (৬ জুলাই) বিকেলে গাইবান্ধা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি হলরুমে অরিয়েন্টেশন অন রিসপনসিভ এডুকেশন প্লানিং লিংকিং উইথ এসডিজি৪ এর অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুরশীদুর রহমান খন্দকারের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন অরিয়েন্টেশন ফ্যাসিটেটর বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন এর ন্যাশনাল কো-অর্ডিনেটর হাবিবুল হায়দার চৌধুরী, গণস্বাক্ষরতার অভিযান এর সিনিয়র ডেপুটি প্রোগ্রাম ময়ানেজার গিয়াস উদ্দিন আহম্মেদ, ডিপুটিপ্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ, এ্যাকাউন্টস অফিসার ফারজানা ববি।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক এস এন শামিম আহসান, গাইবান্ধা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুমুল ইসলাম ও সেলিম আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি আল ইমরান খন্দকার, সাংবাদিক উত্তম সরকার, সালাহ উদ্দিন কশেমসহ সরকারী প্রাথমিক শিক্ষক, উপানুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষক ও সমাজের বিভিন্ন পর্যায়ের ৫০ জন প্রতিনিধি।