• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৫৫

গাইবান্ধায় জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

গাইবান্ধায় জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিএনপির নেতৃবৃন্দ। ছবি : মাধুকর।

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ (৩০ মে) জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, কামরুল হাসান সেলিম, ডা. আসাদুজ্জামান সাজু, রাগিব হাসান চৌধুরী, ইউনুস আলী খান দুখু, খন্দকার জাকারিয়া জিম ও তারেকুজ্জামান তারেক প্রমুখ। 

শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়