Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৯

গাইবান্ধায় চুক্তিবদ্ধ ব্যবসায়ীদের কার্যক্রম পরিচিতি এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

গাইবান্ধায় চুক্তিবদ্ধ ব্যবসায়ীদের কার্যক্রম পরিচিতি এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার চরাঞ্চলে চুক্তিবদ্ধ ব্যবসায়ীদের কার্যক্রম পরিচিতি এবং দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে রাধাকৃষ্ণপুরস্থ এসকেএস ইন সারাবেলা মিটিং রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: মাসুদার রহমান সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসকেএস ফাউণ্ডেশনের মাইক্রোফাইন্যান্স-এর বিভাগীয় ম্যানেজার এটিএম রোকনুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতেই চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালন প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এসকেএস ফাউণ্ডেশনের মেকিং মার্কেটন ওর্য়াক ফর দি চরস (এমফোরসি ফেজ-৩) প্রকল্প ইন্টারভেনশন স্পেশালিষ্ট কৃষিবিদ মো: হাফিজুর রহমান শেখ। এমফোরসি প্রকল্প সর্ম্পকে ধারণা ও চুক্তিবদ্ধ ছাগল ব্যভসায়ী নির্বাচন, ব্যবসায়িক সুবিধা ও লাভ নিয়ে বিস্তারিত আলোচনা করেন সুইসকন্টাক্ট এমফোরসি সিনিয়র কনসালটেন্ট ফিল্ড ইমপ্লিমেন্টেশন অভিজিৎ কুমার রায়।

কৃষক প্রশিক্ষণ পদ্ধতি, নিয়মাবলী ও ফ্লিপচার্টের ব্যবহার নিয়ে কথা বলেন এসকেএস ফাউণ্ডেশনের এমফোরসির সিনিয়র ইন্টারভেনশন অফিসার চন্দ্রনাথ গুপ্ত। সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার মাঠ পর্যায়ে প্রাণী সম্পদ সেবাদানকারী ২৫ জনসহ রেডিফিড এবং মেডিসিন কোম্পানির প্রতিনিধি, টিওএস, ফিল্ড অফিসারবৃন্দ প্রশিক্ষণ কর্শশালায় অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছেন সুইজকন্টাক বাংলাদেশ ও পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে এসকেএস ফাউণ্ডেশন এমফোরসি প্রকল্প।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad