Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০১

গাইবান্ধায় চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 গাইবান্ধায় চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ►

সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে গতকাল রোববার গাইবান্ধা জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওজিএসবি’র উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে গাইবান্ধা সিভিল সার্জন ডা: আব্দুল্লাহেল মাফি, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহাবুব হোসেনসহ জেলা ও উপজেলার চিকিৎসকরা উপস্থিত ছিলেন। 

ডা: তাহেরা আকতার মনির সভাপতিত্বে ও ডা: মঞ্জুরুল হাসান সৌরভের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বাচিপের আহবায়ক ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: নজরুল ইসলাম, রংপুর বিভাগীয় সাবেক পরিচালক (স্বাস্থ্য) ডা: অমল চন্দ্র সাহা, গাইবান্ধা জেলা স্বাচিপের সদস্য সচিব ও জেলা বিএমএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মো. শাহিনুল ইসলাম মন্ডল, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিলজি) ডা: এমএ সালেহ, গাইনী কনসালটেন্ট ডা: শামীমা বেগম শিউলী, ডা: রিসাত রুম্মান, গোবিন্দগঞ্জের ইউএইচ এন্ড এফপিও ডা: জাফরিন জাহেদ জিতি, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: লেলিন, ডা: নাজমুস সাকিব প্রমুখ। 

বক্তারা বলেন, চিকিৎসা সংক্রান্ত জটিলতাকে ‘ভুল চিকিৎসা’ বলা বন্ধ করুন, ‘হত্যাকারী নয়’ চিকিৎসাসেবা সংক্রান্ত সংবাদ প্রকাশে চাই দায়িত্বশীল সাংবাদিকতা, চিকিৎসক  বিপদের বন্ধু, তাদের পাশে দাঁড়ান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad