নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় চারদিন ব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। আজ (বুধবার, ১৫ মে) বিকেলে শহরের পৌরপার্কে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মেলায় মেলায় জেলার উদ্যোক্তাদের হাতে তৈরি নানা রংয়ের পোশাক, খাবার ও বিভিন্ন প্রসাধনী সামগ্রীর ৫৪টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের পরিচালক মাহবুবা সুলতানা, বেলাল হোসেন, সিফতান আহমেদ, হামিমা তুন্নি ও তাসলিমা আজমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শাহ সারোয়ার কবীর বলেন, নারী উদ্যোক্তারা কুটির শিল্পের নানা কাজ করার ফলে দেশে শিল্পের বিকাশ ঘটছে। আজ নারীরা আর বসে নেই। তাদের হাতের নানা কারুকার্যের করায় শিল্প বাণিজ্যের অনেকটা উন্নতি হচ্ছে। তাদেরকে সহযোগিতা করা হলে তারা অর্থনৈতিক দিক দিয়ে আরও স্বাবলম্বী হবে।