Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৭-২০২৪, সময়ঃ দুপুর ০১:৩৩

গাইবান্ধায় গান-কবিতায় কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির প্রতিবাদ

গাইবান্ধায় গান-কবিতায় কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক►

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুই শতাধিক মানুষের প্রাণহানির প্রতিবাদে গাইবান্ধায় সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার, ৩১ জুলাই) বেলা ১১টার দিকে জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডিবি রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উদীচীর জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ওয়াজিউর রহমান রাফেল, প্রতিবাদী গান পরিবেশন করেন সহ-সভাপতি চুনি ইসলাম, বক্তব্য দেন সম্পাদকমন্ডলীর সদস্য আফরোজা লুনা, প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন পরমা সেহানবীশ ও সুহানা রহমান আঁচল। এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক শিরিন আকতার।

গানে-কবিতায় কোটা কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির প্রতিবাদ জানানোর পাশাপাশি বক্তারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন দমনে অনাকাঙ্খিত বলপ্রয়োগের যে ঘটনা পরিলক্ষিত হয়েছে তা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। এসব হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। একইসাথে এ আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় যে নজিরবিহীন নাশকতা চালানো হয়েছে তা-ও নিন্দনীয়।

বক্তারা আরও বলেন, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক মানুষের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। আন্দোলন ঘিরে নাশকতার হাত থেকে রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় যাঁরা ব্যর্থ হয়েছেন, তাঁদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ডিবি হেফাজতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কে দ্রুত মুক্তি দিয়ে দমন-পীড়ন ও হত্যা-নির্যাতন বন্ধ করে অবিলম্বে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানান বক্তারা। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad